Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Saturday, December 21, 2013

মোহ মুদ্গর (ভাগ- প্রথম)


তন্ত্র সাধনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জাগতিক বিষয়ে সত্য জ্ঞান। মানব মন স্বভাবত সুখ সন্ধানী। এই সুখের জন্য
মানুষের মন এই জগৎ থেকে যে সমস্ত তথ্যাবলী তার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে পেয়ে থাকে তার মধ্যে যে গুলি সুখকর সেই গুলি স্মৃতিকোষে সঞ্চিত রাখে। বাকি গুলিকে পরিত্যাগ করে থাকে। মানুষের মনে এই জগত সম্বন্ধে এক ভ্রান্ত ধারনা হয়ে থাকে। এর জন্য দায়ী কেউ নয়, দায়ী একমাত্র তার মন এবং মনের স্বভাব। মনের এই স্বভাব কে আমরা মোহ বলে থাকি। এই মোহের বশে সদ বস্তু অসদ এবং অসদ বস্তু সদ বলে প্রতিভাত হতে থাকে। মনের এই ক্রিয়ার ফলে জগতের কিছু লাভ ক্ষতি হোক বা না হোক মনের হয়ে থাকে। তাই মনকে শিক্ষিত করতে হয়। এর জন্য স্বয়ং শিব স্বরূপ ভগবান শংকরাচার্য্য তার মোহ মুদ্গর নামক গ্রন্থে মনের এই ভ্রান্ত সংবেদন কে নিয়ন্ত্রিত করার কথা বলেছেন।

মুঢ় জহীহি ধনাগমতৃষ্ণাম কুরু তনুবুদ্ধে মনসি বিতৃষ্ণাম্‌।
যল্লভতে নিজকর্ম্মোপাত্তম্‌ বিত্তং তেন বিনোদয় চিত্তম্‌।।১।।
হে মূঢ় জন কেবলমাত্র অর্থ উপার্জনের তৃষ্ণা পরিত্যাগ কর। এই ধরনের চিন্তা তোমার মনকে কেবলমাত্র জাগতিক করে দেবে সুতারং মনে এর জন্য বিতৃষ্ণা সৃষ্টি কর। তোমার উত্তম কর্ম্মের দ্বারা উপার্জিত যে অর্থ তোমাকে স্বচ্ছল রাখে তার দ্বারাই তোমার মনকে খুশী রাখো।
কা তব কান্তা কস্তে পুত্রঃ সংসারোহয়মতীববিচিত্রঃ।
কস্য ত্বং বা কুতঃ আয়াতঃ তত্ত্বং চিন্তয় তদিদং ভাতঃ।।২।।
কে তোমার স্ত্রী? কেই বা তোমার সন্তান? এই সংসার হল অতীব বিচিত্র। তুমি কার? তুমি কোথা থেকে এসেছ? তত্ত্ব সহকারে এই বিষয়ে চিন্তা করে দেখ।
মা কুরু ধনজনযৌবনগর্বম্‌ হরতি নিমেষাৎ কালঃ সর্ব্বম্‌।
মায়াময়মিদমখিলং হিত্বা ব্রহ্মপদং প্রবিশাশু বিদিত্বা।।৩।।
ধন, জন ও যৌবনের গর্ব না করাই ভাল কারন সময় এই সকলকে নিমেষে গ্রাস করে ফেলে। এই অখিল জগতকে মায়াময় জেনে সেই পরম ব্রহ্ম পরমপুরুষের চরণে আশ্রয় গ্রহন করাই তোমার পক্ষে ভালো।
নলিনীদলগতজলমতিতরলং তদ্বজ্জীবনমতিশয়চপলং।
ক্ষণমিহ সজ্জনসঙ্গতিরেকা ভবতি ভবার্ণবতরণে নৌকা।।৪।।
পদ্মপাত্রার উপর জলবিন্দু যে রকম অস্থির প্রানীর মধ্যে প্রাণও সেই রকম অস্থির। তাই এই ক্ষণজীবনে যদি ক্ষণকালের জন্যও সাধুসঙ্গ করে থাকো তাহলে এই ভব সাগরে হতে সেই সাধু সঙ্গ নৌকা হয়ে তোমাকে পার করে দেবে।
যাবজ্জনমং তাবন্মরনণং তাবজ্জননীজঠরে শয়নং।
ইহ সংসারে স্ফূটতরদোষঃ কথমিহ মানব তব সন্তোষঃ।।৫।।
প্রাক প্রসব অবস্থা, জন্ম, মৃত্যু এগুলি ক্রমাগত, এই সংসারের এই ক্ষণ ভঙ্গুর রূপ তুমি স্পষ্ট ভাবে দেখতে পাও। তাহলে হে মানুষ তুমি কিসে সন্তুষ্ট থাকো?
দিনযামিন্যৌ সায়ম্প্রাতঃ শিশিরবসন্তৌ পুনরায়াতঃ।
কালঃ ক্রীড়তি গচ্ছত্যায়ুঃ তদপি ন মুঞ্চত্যাশাবায়ুঃ।।৬।।
দিন-রাত্রি, সন্ধ্যা-সকাল, শীত-বসন্ত কতবার আসে কতবার চলে যায়, সময়ের এই খেলা দেখতে দেখতে আয়ু শেষ হয়ে যায় কিন্তু তবুও এই বায়ুর মত অফুরন্ত আশা মানুষের আর ফুরায় না।
অঙ্গং গলিতং পলিতং মুণ্ডম্‌ দন্ত-বিহীনং জাতং তুণ্ডম্‌।
করধৃতকম্পিতশোভিতদণ্ডম্‌ তদপি ন মুঞ্চত্যাশাভাণ্ডম্‌।।৭।।
অঙ্গ সকল কুঁচকে গিয়ে এমন হয় যেন গলে গলে পড়ছে, মাথা থেকে সব চুল উঠে যায়, দাঁত পড়ে গিয়ে মুখ বিবর চুপসে যায়, ঠুকরে ঠুকরে হাঁটে, হাতে ধরে থাকা লাঠিটাও যখন থর থর করে কাঁপতে থাকে তখনো মানুষ এই আশা নামক ফাঁকা মাটির হাঁড়িটা ছাড়তে চায় না।
সুরবরমন্দিরতরুতলবাসঃ শয্যাভূতলমজিনং বাসঃ।
সর্ব্বপরিগ্রহভোগত্যাগঃ কস্য সুখং ন করোতি বিরাগঃ।।৮।।
সেই দেবতাদের মন্দির স্বরূপ তরুতলে যদি বাস করা হয়, পৃথিবীর ভূপৃষ্ঠ কে শয্যা করা হয় এবং অজিন বসন যদি পরিধান করা হয় এবং সংসারের সকল ভোগে ত্যাগে আগ্রহ না রেখে সব কিছু পরিত্যাগ করে দেওয়ার এই বৈরাগ্যভাব কাকে না খুশি করে।

continue..

7 comments:

  1. উক্ত স্তোত্র টি আংশিক শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় এর কণ্ঠে বহুবার শুনেছি আজ পূর্ণ অর্থ পেলাম তাই বার বার ধন্যবাদ জানাই।

    ReplyDelete
  2. খুব সুন্দর ব‍্যাখ‍্যা।

    ReplyDelete
  3. 1)-🔱Mangalmayee manashatarapith Yogasaram Nath Tirthanath Samprodhya Akhara.🔱
     বর্তমান সমাজে কুবিদ্যার প্রভাব থেকে রেহায় পাওয়ার বিদ্যা গ্রহনের ট্রেনিং।
    🌺যেমন:-  বান,চালান,বিচ্ছেদ, উচ্চাটন,বশীকরন,যাদু-টোনা,মারন, বাডিতে বিভিন্ন প্রকারের খতি, মাদুলী, গাছ-গাছডা,শ্মশান-মশান,কবর,রাস্তা ঘাটে পোতাপুতি,এমনকি মৃতু বান,চালান থেকে রেহাই।অকাল মৃতু,দূরঘটনা থেকে রেহাই পাইবার বিদ্যা শিখানো হয| 💝
    🔱এছাডা হাত বাটি চালান,আয়না ভরন,নল চালান,বান চালান রিটান, পোতা পুতি রিটান করা,তুলা রাশির উপর দেব-দেবীর ভরন,অসুর অপদেবতা যোগিনী ডাকিনী ভরন, চুরি,হারিযে যাওয়া,পালিয়ে যাওয়া, নিখোঁজকে জানার জন্য ভরন।এমনকি মাটির নিচের জিনিষকে জানার ভরন বিদ্যার শিখানোর ব্যাবস্থা আছে।🔱   
    🌸বিশেষ করে,যারা হিমালয়ের গোপন বিদা বা বিশেষ বিদ্যা শিখতে চান,তারা যোগাযোগ করতে পারেন
    👐যে সকল সাধক-সাধিকারা হঠযোগ,ক্রিয়াযোগ,সূয্য সাধন যোগ,ছট্ চক্রযোগ সাধন,ভূতশুদ্ধি যোগ,রাজযোগ,সুদশন যোগ,বীয্য ও রেত্ ধারন যোগ সাধন,তন্ত্রে ভৈরব-ভৈরবী চক্রানুষ্ঠানের সাধনের ট্রেনিং করিতে ইচ্ছুকরা যোগাযোগ করিতে পারেন।বিস্তারিত জানতে Prospectus সংগ্রহ করুন 501/- বিনিমযে।  🍎
    🙏 Khyapababa Swamaji. Call me :- +919748328971 or +916291180629👏
    2):-আশ্রম থেকে প্রকাশিত গ্রন্থগুলী যেমন,-১)নিত‍্য কামাখ্যা পূজা পদ্ধতী।₹-250/-২)বৃহ‌ৎ চিতা (শশ্মান) সাধন প্রক্রিয়া।₹-580/- ৩)বৃহৎ ভৈরব-ভৈরবী চক্রানুষ্ঠান।₹-250/-৪)মন্ত্র সিদ্ধির গুপ্ত জপ রহস‍্য।₹-280/- ৫)কৌল প্রতক্রিত‍্যম্ ও সন্ধ‍্যা ক্রিয়া।₹-150/- ৬)বৃহৎ ভূতশুদ্ধি ক্রিয়া।₹-250/- ৭)বৃহৎ ছিন্নমস্তা পূজা পদ্ধতি।₹360/- ৮)বৃহৎ তন্ত্রোক্ত শীতলা পূজাপদ্ধতি।₹-330/- ৯)বৃহৎ তান্ত্রিক মনসা পূজাপদ্ধতি।₹-300/- ১০)বৃহৎ হোম যজ্ঞ বিধি।₹-310/- ১১)হর-পাব্ব্তী চক্রানুষ্ঠান পূজাপদ্ধতি।₹-350/- ১২)রাধাকৃষ্ণ চক্রানুষ্ঠান পূজাবিধি।₹-330/- ১৩)বৃহৎ ভূবনেশ্বরী পূজাপদ্ধতি।₹-280/- বাড়িতে বসে কুরিয়ার সার্ভিসে পেতে আমাদের এই ব‍্যাঙ্ক নাম্বারে পুস্তকের মূল‍্য এবং কুরিয়ার খরচ সহ ফুল ঠিকানা অবশ‍্যয় পাঠাবেন। Dr.Nani Gopal Sarkar. SBI A/c No.11858817833.IFS Code:SBIN0006041.Nimtala Bazar.NADIA.Pin-741257.whats app No.±919748328971

    ReplyDelete
  4. মুদ্গর রস কি থেকে সৃষ্টি যদি জানান তাহলে খুবই উপকৃত হব।

    ReplyDelete

 

Nataraja


Nataraj
Nataraja

Tantrik

Tantrik
Tantrik

Yabyum

Yabyum
Yabyum